রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা মালদা শহরে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৭,এপ্রিল :: মালদা শহরের মহানন্দা পল্লী এলাকায় হনুমান মন্দির কমিটির উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা। এলাকার পুরুষ ও মহিলারা ধর্মীয় ঝান্ডা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। মহানন্দা পল্লী এলাকায় রয়েছে একটি বজরংবলী মন্দির। সেই মন্দির কমিটির উদ্যোগে বুধবার আয়োজন করা হবে হনুমান পূজার।

এর পাশাপাশি সন্ধ্যায় কয়েক হাজার মানুষকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হবে মন্দির কমিটির পক্ষ থেকে। মহানন্দা পল্লী এলাকা থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা শুরু হয়। বিভিন্ন এলাকা পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয় হনুমান মন্দির প্রাঙ্গণে। শোভাযাত্রায় পা মেলান স্থানীয় ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস সহ মন্দির কমিটি ও ওয়ার্ড কমিটির সদস্য ও ভক্তরা।

বাবলা সরকার ও গৌতম দাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় সম্প্রীতি বজায় রাখতে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কে সামনে রেখে রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে আয়োজন করা হয় শোভাযাত্রার। বুধবার সন্ধ্যায় এলাকার সকল মানুষকে রামনবমীর প্রসাদ খাওয়ার আমন্ত্রণ জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + one =