রামপুরহাটের ঘটনা তদন্তে গাফিলতির অভিযোগ ক্লোজ করা হল রামপুরহাট থানার আইসি ও এসডিপিওকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: উপপ্রধান খুনের পর অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে রামপুরহাটে। উপপ্রধান খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে তার অনুগামীরা একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। যার জেরে কমপক্ষে ১০ জনের মৃত্যু ঘটনা ঘটেছে।

আর এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে ক্লোজ করা হল রামপুরহাট থানার আইসি ত্রিদিব প্রামানিক ও এসডিপিও সায়ন আহমেদকে ।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্তের কাজে তদারকি শুরু করেছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রামপুরহাটের ১ নং ব্লকের বগটুই গ্রামে। এর পাশাপাশি ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। পুলিশ সূত্রের খবর গোটা ঘটনার রিপোর্ট তলব করা করেছে নবান্ন। তবে তদন্তে গাফিলতির কারণে প্রথম পদক্ষেপ হিসেবে আইসি ও এসডিপিওকে সরানো হয়েছে বলে সূত্রের খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 15 =