রামপুরহাটের পর এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমা ফেটে আগুনে ভস্মীভূত একটি বাড়ি।

সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: ফের রাজ্যে বোমা বিস্ফোরণ । মালদহের পর এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমা ফেটে আগুনে ভস্মীভূত একটি বাড়ি।রামপুরহাটের বগটুই গ্রামে বোমা বিস্ফোরণে উপপ্রধানের খুন এবং তার পরবর্তী সময়ে অগ্নিসংযোগ | রামপুরহাটের মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে পুলিশকে অস্ত্র উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো বিভিন্ন জেলায় তল্লাশি চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হয়। গ্রেপ্তার হয়েছে বহু দুষ্কৃতী।

দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা থেকেও উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। ঘটনাটি ঘটেছে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকার সর্দারপাড়ায়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল। সেটাই আচমকা ফেটে আগুন লেগে যায় বাড়িটিতে।

বিস্ফোরণের পর আগুনের সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি। ঘটনার খবর পেয়েই ছুটে গিয়েছে বাসন্তী থানার পুলিশ। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

বাসন্তীর সর্দারপাড়ার এই বাড়ি থেকে মজুত হওয়া বোমা উদ্ধার করা যায়নি। তার জেরেই এদিনের বিস্ফোরণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীূয় সূত্রে খবর, ভোরের দিকে বাড়িটিতে আগুন লাগে। ভিতর থেকে ৫,৬ বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে তাতেও রক্ষা মেলেনি। মাটির বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতে বোমা বাঁধার কাজ চলাকালীনই বিস্ফোরণ ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করা হয়েছে। তবে এত বড় বিস্ফোরণের পর এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

পুলিশের অনুমান, আগাম বিপদের পূর্বাভাস পেয়ে বাড়ি থেকে দূরে সরে গিয়েছিলেন বাসিন্দারা। তাই বিস্ফোরণের পরও প্রাণে রক্ষা পেয়েছেন। ঠিক কী ঘটনা ঘটেছিল, বাড়ির মালিককে জেরা করে তা জানতে মরিয়া তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twelve =