নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাঁইথিয়া :: রামপুরহাটের বগটুই গ্রামে গত সোমবার যে ঘটনা ঘটে তারপর নিহত পরিবারের জীবিত সদস্যরা আশ্রয় নেন সাঁইথিয়ার বাতাস পুর গ্রামে। সেখানে ঘটনার পর থেকেই তারা রয়েছেন। রবিবার এই সকল পরিবারের সদস্যদের রান্না করা খাবার দেওয়ার জন্য ব্যবস্থা করল সাইথিয়া তৃণমূল কংগ্রেস।প্রশাসনের সহযোগিতায় এদিন এই রান্নার ব্যবস্থা করা হয়েছে। মূলত ভাত ডাল মাছ রান্না করা হচ্ছে তাদের জন্য। রান্না করা সেই খাবার পৌঁছে দেওয়া হবে মিহিলাল শেখ এবং তার পরিবারের জীবিত সদস্যদের কাছে। বর্তমানে রাজ্য প্রশাসনের তৎপরতায় খুশি মিহিলাল শেখ।