রামপুরহাটে SIR ইস্যুতে তৃণমূল কংগ্রেসের ধরনা, যুবকের আত্মহত্যার ঘটনার পর বিক্ষোভ তীব্র।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: বীরভূম জেলার রামপুরহাটে SIR ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোরালো ধরনা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রামপুরহাটে এক যুবকের আত্মহত্যার ঘটনার পর থেকেই গোটা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সোমেন ভগতের নেতৃত্বে রামপুরহাটের এসডিও কার্যালয়ের সামনে এই ধরনা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতারা কেন্দ্র সরকার, বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন।

তাদের বক্তব্য, “SIR-এর নামে আর কতজনকে প্রাণ দিতে হবে? SIR চালু হওয়ার পর থেকেই বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ করুক নির্বাচন কমিশন।”

ধরনা স্থলে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে। তৃণমূল নেতাদের অভিযোগ, SIR-এর অজুহাতে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং এই প্রক্রিয়া ক্রমশ জনবিরোধী হয়ে উঠেছে।

এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার উপাধ্যক্ষ তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সোমেন ভগত, জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি ওয়াসিম আলি ভিক্টর,

জেলা মহিলা যুব তৃণমূল নেত্রী ঋতুপর্ণা সিনহা, রামপুরহাট শহর যুব তৃণমূলের সভাপতি রাজীব শেখ-সহ রামপুরহাট পুরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + sixteen =