নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রামপুরহাট কান্ডে এবার রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় তুলতে শুরু করল বিজেপি। বুধবার জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হলো বিজেপি নেতৃত্ব। এদিন সকালে বিষ্ণুপুর শহরে বৈলাপাড়ায় রবীন্দ্র স্ট্যাচু মোড়ে রাস্তার উপর বসে পড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।এদিন ওই প্রতিবাদ বিক্ষোভে সামিল ছিলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিলেশ্বর সিংহ। তিনি বলেন ‘রাজ্যে তৃণমূল লাগামছাড়া সন্ত্রাস চালাচ্ছে। রামপুরহাটের ১০ জন নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে। আমরা এর কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছি। রাজ্যে অবিলম্বে ৩৫৬ ধারা জারি করতে হবে। এখন পশ্চিমবঙ্গে আইন বলে কিছু নেই। তাই মানুষের অসুবিধা হবে জেনেও আমরা পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হলাম’।