নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ২২জানুয়ারি :: আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বছর পূর্তি উপলক্ষে বিজেপির চুঁচুড়া মন্ডল সভাপতি দেব মাল্যের নেতৃত্বে আখন বাজার চৌবে সংলগ্ন রাম মন্দিরে এক বিশেষ পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে সকাল ১০.৩০ মিনিটে।
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ জেলা বিজেপির সাধারন সম্পাদক সুরেশ সাউ যুব সভাপতি রাজীব ঘরামী সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রায় ১২টা পর্যন্ত চলে এই পূজা অর্চনা।
এই শুভদিনে আজ জেলার বিভিন্ন প্রান্তে সারাদিন ব্যাপী চলবে বিভিন্ন কর্যক্রম। বিকেলে চন্দননগরে হতে চলেছে গঙ্গা আরতি সহ জাঁক জমক করে রাম পূজনও।