রামের মূর্তি তৈরি করেছেন জামালউদ্দিন, অযোধ্যার রামমন্দিরে দেখা যাবে দত্তপুকুরের শিল্পীর হাতের তৈরি এই নিদর্শন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দত্তপুকুর   :: বৃহস্পতিবার ২১,ডিসেম্বর ::   রামের মূর্তি তৈরি করেছেন জামালউদ্দিন, অযোধ্যার রামমন্দিরে দেখা যাবে দত্তপুকুরের শিল্পীর হাতের তৈরি এই নিদর্শন।দত্তপুকুরের দিঘার মোড় এলাকার বাসিন্দা জামালউদ্দিন।বাড়ির সামনেই কারখানা। তাঁদের তৈরি মূর্তি দু’টির মধ্যে একটি পাড়ি দিয়েছে বছরখানেক আগে। অন্যটি মাস আটেক আগে।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হতে চলেছে। রাম মন্দিরে বসতে চলেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মৃৎশিল্পী মহম্মদ জামালউদ্দিনের তৈরি দু’টি ফাইবারের রামের মূর্তিও।জামালের কথায়,‘‘আমার তৈরি রামের মূর্তি অযোধ্যার মন্দিরে স্থাপন হবে।এটা আমার কাছে বড় পাওনা।একজন শিল্পীর কোন জাতধর্ম হয়না।
বছর খানেক আগে উত্তরপ্রদেশের এক ব্যক্তি জামালকে রামের মূর্তি বানানোর কথা বলেন।সেই মতই কারিগরদের সহযোগিতায় দু’টি মূর্তি বানান জামালউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 1 =