নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ৯,নভেম্বর :: মাটির ঘর ও পলিথিন পেপারের চালে বাস করেও আবাস যোজনার ঘর পাচ্ছে না, অথচ এলাকায় যাদের পাকা বাড়ি আছে তাদেরকে আবাস যোজনা ঘর দেওয়া হচ্ছে অভিযোগ এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য রমেশ মন্ডল এর বিরুদ্ধে ।
বিক্ষোভ দেখানোর সময় ঘটনাস্থলে পৌঁছায় রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রমেশ মন্ডল সেখানে গিয়ে বিক্ষোভকারীদের ভিডিও করেন এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়।তারপর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
বেগতিক বুঝে ওখান থেকে পালিয়ে যান তৃণমূল নেতা। আবাস যোজনার ঘর যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না বলেই বিভিন্ন এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। নির্বাক পুলিশ প্রশাসন।
এই ঘটনায় হাসনাবাদ ব্লক এক নম্বর তৃণমূল যুব সভাপতি আবু সাঈদ গাজী বলেন, যারা ঘর পাচ্ছে না তাদের আন্দোলন করার অধিকার আছে কিন্তু পঞ্চায়েত সদস্য রমেশ মন্ডল এর এই ঘটনাকে তারা সমর্থন করেন না।
তৃণমূলের ব্লক সভাপতি আমিরুল ইসলাম বলেন, যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। যারা ঘর পাননি, যাদের নাম বাদ গিয়েছে তাদের আবার নতুন করে লিস্টে নাম তোলা হবে কেউ বাদ যাবে না উপযুক্তরা।