নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ১৮,এপ্রিল :: রাম নবমীতে মন্দিরে পুজো দিতে এসে পূজারীকে জয় শ্রীরাম নয় জয় শিয়া রাম বলতে বললেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।প্রতিপক্ষ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে এক্সপোর্ট জিনিস বলে কটাক্ষ তৃণমূল প্রার্থীর।
বাক্য বানে ফের জমে উঠলো দিলীপ কীর্তি তরজা। এবারকার ইস্যু রাম নবমি। বুধবার দুর্গাপুরের কাঁকসার পানাগড় বাজারে হনুমান মন্দিরে স্ত্রী কে নিয়ে পুজো দিতে আসেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সেখানে মন্দিরের পূজারী পুজোর সময় জয় শ্রীরাম মন্ত্র জোরে বলতে শুরু করলে থামিয়ে দেন তাকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, পূজারীকে বলেন শ্রীরাম নয়,সীতাও আছে তাহলে সীতা নয় কেন????
পরে তিনি জোরে বলেন জয় শিয়া রাম, এরপর নিজের প্রতিপক্ষ দিলীপ ঘোসের নাম না নিয়ে বলেন একজন মেদিনীপুর থেকে এক্সপোর্ট হয়ে এসেছে এখানে, নারী জাতিকে সন্মান করতে পারে না, আর এই সংস্কৃতি আসছে বাংলায়।