নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ৬,এপ্রিল :: আগামী কাল রবিবার সারা দেশের সাথে সাথে রাজ্যেও সাড়ম্বের সহিত পালন করা হবে রাম নবমী। তার প্রস্তুতি চলছে বিভিন্ন মন্দিরে মন্দিরে।
সে দৃশ্য দেখা মিললো আজ দুপুরে সীতারামপুর স্টেশন স্থিত শ্রী শ্রী সার্বজনীন মহাবীর মন্দিরে যেখানে মন্দির কমিটির তরফে রাম নবমীর উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলো।
শোভাযাত্রাটি সীতারামপুর হয়ে নিয়ামতপুর সূর্য ধাম মন্দির পর্যন্ত আসে এরপর পুনরায় সীতারামপুর শ্রী শ্রী সার্বজনীন মহাবীর মন্দির প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।
আজকের এই শোভাযাত্রায় মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, কাউন্সিলর অমিত তুলসীয়ান, কাউন্সিলর গৌরব গুপ্তা সহ অনেকে |