নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বুধবার ১৯,মার্চ :: রামনবনী কে ঘিরে পর্যাপ্ত ব্যবস্থাপনা করা হচ্ছে। এই বিষয়ে একাধিক বৈঠক হয়েছে। তারা পরিস্থিতির উপরে নজর রাখছেন বলে জানালেন কলকাতা পুলিশ নগরপাল মনোজ ভার্মা। রাম নবমী নিয়ে শুভেন্দু অধিকারী হুশিয়ারি পর সতর্ক কলকাতা পুলিশ।
এদিন গরম ও দাবদাহে ট্র্যাফিক পুলিশেরদের ডিউটি ৬ ঘণ্টা করে দেওয়ার ঘোষণা করলেন নগরপাল মনোজ ভার্মা। বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্টে ৫৫৭ জন কলকাতা ট্র্যাফিক পুলিশ কর্মীদের সামার কিট বিতরণ করলেন নাগারাল মনোজ ভার্মা, অ্যাডিশনাল সি পি ডি পি সিংহ, অ্যাডিশনাল সি পি শুভঙ্কর সিনহা সরকার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক।
এদিন এই সামার কিটে জলের বোতল, ওআরএস, সানগ্লাস, এবং ছাতা দেওয়া হল। এদিন নগরপাল জানান যে বর্তমান পরিস্থিতিতে গরম প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে যাচ্ছে। ফলে ট্র্যাফিক পুলিশ যারা কাজ করছেন। তাদের অনেক কষ্ট হয়। তাই শুধুমাত্র গরমকালের জন্য তাদের ডিউটি সময়সীমা কাটছাঁট করে মাত্র ৬ ঘণ্টা করে দেওয়া হল বলে জানালেন তিনি।
এদিন তিনি যাদবপুরের ঘটনায় ছাত্র গ্রেফতারি নিয়েও মুখ খোলেন।তিনি বলেন একজন কে গ্রেফতার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে।