সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শনিবার ২০,জানুয়ারি :: অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ হিসাবে অক্ষত চাল পাঠানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রাম মন্দিরের ঘি, হলুদ মাখানো এই চাল বিশেষভাবে পুজো করা হয়েছে। তারপর সেই চাল দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এসেছে সেই অক্ষত চাল সঙ্গে রাম মন্দিরের ছবি।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা এই বিশেষ চাল ও রাম মন্দিরের ছবি জেলার বিভিন্ন প্রান্তের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মন্দির উদ্বোধনে হাজির থাকার আমন্ত্রণ জানাচ্ছেন। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই আমন্ত্রণ পত্র পেয়ে খুশি ডায়মন্ড হারবার বাসী থেকে শুরু করে জেলা বাসী। ইতিমধ্যে ওই দিনের কথা মাথায় রেখে প্রতিটি বাড়ি বাড়িতে প্রস্তুতি শুরু করে দিয়েছে মহিলারা।
সেজে উঠছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন মন্দির। দেশবাসীকে এই বিশেষ দিনে বাড়িতে প্রদীপ জ্বালানোর জন্য অনুরোধ করেছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সেই কথাকে মাথায় রেখে সেজে উঠছে গোটা এলাকা। অকাল দীপাবলীর অপেক্ষায় উৎকণ্ঠা দেশজুড়ে।
এ বিষয়ে ডায়মন্ড হারবারের এক বাসিন্দা বিশ্বজিৎ বৈদ্য তিনি বলেন, ২২ তারিখের কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছি । রাম মন্দির করার জন্য বিগত যে ৫০০ বছরের লড়াই সেই লড়াইয়ের অবসান। মা সীতা ও ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যায় আগমন আমরা ভীষণ খুশিতে রয়েছি।