নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: মঙ্গলবার ২,জানুয়ারি :: রায়গঞ্জের রামকৃষ্ণ মঠ ও মিশনে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হলো পয়লা জানুয়ারি ২০২৪। এদিন প্রত্যুষে মঙ্গল আরতি তারপর বেলা ১০ টা থেকে পূজা পাঠ সঙ্গীতানুষ্ঠান এবং প্রসাদ বিতরণের মাধ্যমে পালন করা হয় কল্পতরু উৎসব। এদিন ভক্তদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে মিশন প্রাঙ্গণ।
বিশাল লাইনে দাঁড়িয়ে একে একে প্রসাদ নেন ভক্তরা। রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী পরেস্বাত্মানন্দজী মহারাজ ভগবান রামকৃষ্ণ দেব ও কল্পতরু উৎসব সম্পর্কে ব্যাখ্যা করেন। সন্ধ্যায় সন্ধ্যারতির পর মঠ ও মিশনের ছাত্র ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় বিবেকানন্দের উপরে একটি নাট্য অনুষ্ঠান।