নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: রবিবার ২৮,ডিসেম্বর :: বাংলার পর্বতারোহী, পদযাত্রী ও প্রকৃতি প্রেমীদের ৪২ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে।
কর্ণজোড়া তিস্তা কলোনির সংগঠনের অফিস চত্বরে হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চারদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়। এই রাজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পর্বতারোহণ, ট্রেকিং ও পদযাত্রা সংগঠনের কর্মকর্তারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের বিভিন্ন পর্বে পর্বতারোহণের অভিজ্ঞতা বিনিময়, পদযাত্রার গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নতুন প্রজন্মকে পাহাড় ও প্রকৃতির সঙ্গে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।সংগঠনের বরিষ্ঠ সদস্য মনোতোষ সেন জানান, এই ধরনের সম্মেলনের মাধ্যমে পর্বতারোহণ ও পদযাত্রার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রকৃতি সংরক্ষণের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
আয়োজকদের আশা, এই রাজ্য সম্মেলন বাংলার পর্বতারোহী ও প্রকৃতিপ্রেমীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও দৃঢ় করবে এবং পরিবেশ সচেতনতার আন্দোলনকে নতুন গতি দেবে।

