নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: সোমবার ০১,এপ্রিল :: সোমবার গেরুয়া জনস্রোতে ভাসলো রায়গঞ্জের রাজপথ। জনস্রোতে ভাসলো মতুয়া সম্প্রদায়। এদিন ৩৫ নম্বর রায়গঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কার্তিক পাল রায়গঞ্জের কসবা মোড় থেকে
বিপুল জনস্রোতের মধ্যে দিয়ে মিছিল করে কর্ণজোড়ায় পৌঁছন, দাখিল করেন মনোনয়নপত্র। সঙ্গে ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার সহ প্রথম সারির নেতৃবৃন্দ। সঙ্গে ছিলেন মতুয়া সম্প্রদায়ের অন্যতম নেতা ভগিরথ দাস।