নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ৩,জুলাই :: রায়গঞ্জ থেকে পানাগড় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো ভুট্টা বোঝাই লরি। ঘটনায় চালক ও খালাসি অল্পবিস্তর আহত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা গেছে লরিটি রায়গঞ্জ থেকে ভুট্টা বোঝাই করে পানাগড় ইন্ডাস্ত্রিয়াল পার্কে একটি কারখানায় ভুট্টা দিতে আসছিল।পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর কাঁকসার ধোবারুর কাছে লরিটি আজ ভোর রাত্রে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়।
চালক জানিয়েছে পাশ দিয়ে একটি লরি তাকে অতিক্রম করতে গিয়ে তাকে চেপে দেয়।যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তা থেকে নেমে নিয়ে রাস্তার ধারে উল্টে যায়।লরির ভিতরে বোঝাই করা ভুট্টা খালি করার কাজ চলছে।লরি খালি হলে তার পরেই ক্রেনে করে লরিটিকে উদ্ধার করার কাজ শুরু হবে বলে জানা গেছে।