নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: সোমবার ২০,জানুয়ারি :: রায়গঞ্জ ব্লকের পাঁচভায়া গ্রামে অবৈধভাবে নদী থেকে তোলা হচ্ছে বালি। যার জন্য ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। নদী থেকে ক্রমাগত বালি উত্তোলনের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কৃষিজমি। ভাঙ্গছে নদীর পাড়। যেকোনো মুহূর্তে বাড়ি ঘর ধ্বসে যেতে পারে বলে জানিয়েছেন সাধারণ মানুষ।
সাধারণ মানুষ এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা বলছেন বিগত চার পাঁচ মাস থেকে চলছে এই কাজ। নদীর মধ্যে প্রায় ২০০ ফুট গভীর করে সেখান থেকে বালি তোলা হচ্ছে। হুগলি থেকে লোক এসে এই কাজে যুক্ত করেছে দিলীপ রায়। ২৫ থেকে ৩০ টি গাড়ি এই বালি তুলে বাইরে পাচার করছে।
প্রশাসনের নাকের ডগায় এ ধরনের কর্মকাণ্ড চললেও কোন সক্রিয়তা লক্ষ্য করা যায়নি প্রশাসনে। স্থানীয়রা বলছেন বিগত দিনে জেলা প্রশাসন পুলিশ সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি। আজ এলাকার মানুষজন একত্রিত হয়ে তারা বৈঠক করেন।
সেখানে উপস্থিত ছিলেন পাঁচ ভায়া সংসদের সদস্য অরুন রায়, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ওই এলাকার সদস্যার প্রতিনিধি মোহাম্মদ আলমসহ অনেকেই। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।