নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: রায়দিঘির পর আবারো কুমির আতঙ্ক সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকায়। দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর ও বিষ্ণুপুরের ফজুর খালে কুমির দেখতে পায় গ্রামবাসীরা। কুমির আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর পাঠানো হয় পাথরপ্রতিমা থানাতে।
ঘটনাস্থলে এসে পৌঁছয় পাথর প্রতিমা থানার পুলিশ। কুমির ধরার জন্য বনদপ্তরেও খবর দেয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে বনদপ্তরের আধিকারিকেরা কুমিরের খোঁজ শুরু করে দেয় বন কর্মীরা। খালে কুমিরের সন্ধান পেতে বন কর্মীরা, বেশ কিছু বোম চার্জ করে খালে।
বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পরেও কুমিরের সন্ধান মেলেনি। বিট অফিসার দেবব্রত প্রমাণিক বলেন, ফজুর খালে কুমির আছে এমনটাই দাবি করেছিল গ্রামবাসীরা। গ্রামবাসীদের কথামতন বনদপ্তর এর আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রাথমিকভাবে খালে কুমিরের দেখা মেলেনি। কুমিরের হদিস পেতে ১০ থেকে ১২ টি বোমা ফাটানো হয় ওই খালটিতে।
বেশ কয়েক ঘন্টা ধরে বনদপ্তরের কর্মীরা কুমিরের সন্ধানের চেষ্টা চালানো হয়। কিন্তু কুমিরের সন্ধান মেলেন। আমরা প্রাথমিকভাবে মনে করছি যে যদি কুমির ঢুকে থাকে সেই কুমির জোয়ারের সময় আবার নদীতে ফেরত চলে গিয়েছে। ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে আছে পাথরপ্রতিমার কামদেবপুরের বাসিন্দারা।