নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়দীঘি :: সুন্দরবন মানেই জলে কুমির ডাঙ্গায় বাঘ। সুন্দরবনের মানুষদের জীবন যুদ্ধে প্রতিদিন ই কুমির ও বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। রায়দিঘির মনি নদীতে দেখা মিল ৬ ফুট লম্বা কুমিরের। আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। কুমিরের ভয়ে মৎস্যজীবীরা নদী থেকে তড়িঘড়ি মাছ ধরা থেকে বিরত থেকে স্থলভাগে উঠে এসেছে।
কুমির দেখতে ভিড় জমিয়েছে এলাকার মানুষেরা। খবর দেয়া হয়েছে বনদপ্তর এর আধিকারিকদের। গ্রামবাসীরা মনে করছে রায়দিঘির পাশেই পাথরপ্রতিমা। পাথরপ্রতিমা কুমির প্রকল্প থেকে প্রায় সময় সুন্দরবনের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বনদপ্তর এর আধিকারিকেরা সুন্দরবনের বিভিন্ন নদীতে কুমির শাবক ছাড়া হয়।
পাথর প্রতিমার বিভিন্ন নদী বা খাল থেকে এই কুমিরটি রায়দিঘির মনি নদীতে ঢুকে পড়েছে। স্বাভাবিকভাবেই কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।