নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৩১,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার রায়না থানার শ্যামসুন্দর বাজারে সাইকেলের দোকানে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক সাইকেল দোকানের মালিক। মৃত ব্যক্তির নাম তাপস মন্ডল বয়স ৪৮বছর।
রায়না থানার সহজপুরে তার বাড়ি। তিনি দোকানেই ছিলেন। সারাদিন বাড়িতে না যাওয়ার পরিবারের লোকজন বাজারের লোকজন থেকে দোকানের শাটার ভেঙে দেখতে পায় তার ঝুলন্ত মৃতদেহ। রায়না থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
রায়না থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসে বর্ধমান মেডিক্যাল কলেজ মর্গে। তবে কেন তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল তার সঠিক কারণ বলতে পারেনি পরিবারের লোকজন।