রায়না দু’নম্বর ব্লকের বড়বৈনান অঞ্চলের আদমপুর গ্রামে প্রায় দেড়শটি পরিবার পদ্ম শিবির ছেড়ে যোগ দিলেন জোড়া ফুল শিবিরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১০,ফেব্রুয়ারি :: ফের বড়সড় ভাঙ্গন পদ্ম শিবিরে । পূর্ব বর্ধমানের রায়না দু’নম্বর ব্লকের বড়বৈনান অঞ্চলের আদমপুর গ্রামে প্রায় দেড়শটি পরিবার পদ্ম শিবির ছেড়ে যোগ দিলেন জোড়া ফুল শিবিরে ।

রায়না ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন হরফে বাপ্পা এবং রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধাড়ার হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে তার পাশাপাশি যে সমস্ত সরকারি প্রকল্পের সাফল্য পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের মানুষজন তাতেই উদ্বুদ্ধ হয়ে বিজেপি শিবির ছেড়ে তৃণমূলের যোগ বলে জানিয়েছেন নবাগতরা ।

আগামী দিনে এলাকার উন্নয়ন সহ সমস্ত কর্মসূচিতে একত্রিতভাবে তারা কাজ করবেন বলে জানিয়েছেন । বিধায়ক শম্পা ধাড়া এবং ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন জানিয়েছেন সকলে একসঙ্গে থেকে গ্রামের উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সমস্ত সুফল যাতে মানুষ পেতে পারেন তার জন্য উদ্যোগ গ্রহণ করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − five =