রায়মঙ্গল নদীতে বিশাল আকারের শংকর মাছ ধরা পড়ল মৎস্যজীবীর জালে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: গত ৭২ ঘণ্টার মধ্যে নদীতে পরপর বিশাল আকার দুটি বিশাল আকার সংকর মাছ ধরা পড়ায় শংকিত গ্রামবাসী খাবারের খোঁজ দিক নির্ণয় ও পরিবেশ তারতম্য ঘটার ফলেই জালে ধরা পড়ছে ।

উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়লো, ৭৫ কিলো ওজনের শংকর মাছ। সুন্দরবনের স্বরূপকাঠির রায়মঙ্গল নদীতে মৎস্যজীবী প্রদীপ হালদারের জালে ধরা পরল বিশাল আকারে শংকর মাছ ।

গত তিন দিন আগে প্রায় দেড় কুইন্টাল শংকর মাছ পড়েছিল।এইরকম বিশালাকারের মাছ কোনদিন কেউ দেখতে পায়নি বলে জানাচ্ছেন এলাকার মানুষজন। এই ধরনের মাছ দেখে সকলেই হতবাক।যার ওজন প্রায় ৭৫ কিলো।

মৎস্যজীবী ঐ মাছটি নিয়ে আসে বাঁকড়া মৎস্য বাজারে, এই মাছ দেখতে মৎস বাজারে ও ভিড় জমে যায়।অবশেষে মাছটির বিক্রয় হয় ৩০,হাজার টাকায়।এই ধরনের মাছ পেয়ে সাধারণত মৎস্যজীবী খুব খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − two =