নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: রায়মঙ্গল নদীর এর প্রায় ৪০০ ফুট নদী বাঁধ বসে গিয়ে বিপত্তি সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল।
এক ঘন্টার বৃষ্টিতে সুন্দরবনের একাধিক অঞ্চলের গ্রামগুলোতে গাছ গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে সেইগুলো যেমন বিদ্যুৎ দপ্তরে কর্মীরা লাগাতার মানুষকে পরিষেবা দেবার জন্য ইতিমধ্যে কাজে নেমেছে হঠাৎই ৪০০ ফুট বসে গিয়ে বিপত্তি একাধিক অঞ্চলে ।
বৃষ্টির প্রভাবে হিঙ্গলগঞ্জের সান্ডের বিল গ্রাম পঞ্চায়েতের কেদারচকের লঞ্চঘাটে প্রায় ৩০০ থেকে ৪০০ ফুট নদীবাঁধ বসে যায় আতঙ্কের প্রহর গুনছে হিঙ্গলগঞ্জের মানুষ ।