নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: বুধবার ২৯,মে :: উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন সন্দেশখালি হিঙ্গলগঞ্জ রেমালের দাপটে নদীর বাঁধের স্খলন শুরু হয়েছে। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাধবকাটি রায়মঙ্গল নদী বাধে প্রায় এক কিলোমিটার জুড়ে ফাটল দেখা দিয়েছে আতঙ্কিত গ্রামবাসীরা।
নতুন করে যদি নদীর জল স্তর বাড়ে পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় আসে তাহলে রক্ষে নেই নতুন করে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবনবাসী মাধবকাটি গোবিন্দ কাটি সহ একাধিক গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে রায়মঙ্গল খরস্রোতা নদী । তাই নদীর পাড়ের বাসিন্দাদের নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। জানা গেছে আজ সন্দেশখালি ব্লকের নেজাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাউনিয়া সিং পাড়া বিদ্যাদরী ও বেদ্বী নদী বাঁধ পরিদর্শন করবেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো ।
ইতিমধ্যে সেচ দপ্তর ও পঞ্চায়েত তরফ থেকে বাঁশ মাটির বস্তা বাঁধ মেরামতি কাজ শুরু করেছে তো কোথাও নদীর পাড়ে বাসিন্দাদের নতুন আতঙ্ক বাধে ফাটল ধরা কে কেন্দ্র করে।রেমালের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাধবকাটি এলাকা প্রায় দু কিলোমিটার বাধের অবস্থা বেহাল ।
কাঁচা মাটির বাঁধ দেওয়ার ফলেই বাঁধে একাধিক জায়গায় ধসে যাওয়া ভেঙে যাওয়া বসে যাওয়ার ঘটনা ঘটেছে ফলে গৃহহীন হয়েছে শতাধিক পরিবার । ভেঙেছে একাধিক কাঁচা বাড়ি ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও দেখা নেই প্রশাসনের আতঙ্কে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার । যে কোন মুহূর্তে রায়মঙ্গল নদীর জোয়ার এলেই আবার প্লাবিত হতে পারে মাধবকাটি এলাকা।