রাশিয়ার উজবেকিস্তানে তুষার ঝড়ে টিনের ওয়ার্কশপ চাপা পড়ে মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের।মৃত দুই শ্রমিক, পূর্ব মেদিনীপুর জেলার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ব্যুরো :: বৃহস্পতিবার ২২,ফেব্রুয়ারি :: পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করণ কর্মসূচি দুয়ারে সরকার পাড়ায়  সমস্যা সমাধানে চলছে। মেদিনীপুর জেলা শিল্প তালুক বলেই পরিচিত।তবে হলদিয়া থেকে বহু পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে সহ ভিন দেশে পাড়ি দেয় কাজের জন্য। এর আগেও ভিন দেশে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক মারা গেছেন তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে।

সূত্রে জানা যায়, রাশিয়ার উজবেকিস্তানে তুষার ঝড়ে টিনের ওয়ার্কশপ চাপা পড়ে মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের।মৃত দুই শ্রমিক, পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল বিধানসভা হলদিয়া পঞ্চায়েত সমিতি অন্তর্গত চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনগর গ্রামে। রাশিয়ার উজবেকিস্তানে কাজ করতে গিয়ে মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের।ওই শ্রমিকের নাম সাইফুদ্দিন মাতি(২৬)এবং কাঁথির রামনগরের বালারমোড়ে রাজীব করণ(৩২)।

ইন্টার ইঞ্জিনিয়ার নামে একটি সংস্থায় কর্মরত ছিলেন ২ শ্রমিক। তুষার ঝড়ে মোট ১২ জন মারা গেছে ওই দুর্ঘটনায় আহত একাধিক। গত কয়েক মাস আগে রাশিয়ায় কাজ করতে গিয়েছিলেন ওই শ্রমিকরা ।সেখানে কর্মরত অবস্থায় হঠাৎ তুষার ঝড়ে একটি টিনের শেডের ওয়ার্কসপ চাপা পড়ে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।তার মধ্যে মহিষাদল বিধানসভার রাজনগর গ্রামের ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় কাঁথি রামনগরে বালার মোড়ে রাজিব করণ। তাদের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =