নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিদেশ ডেস্ক / মস্কো :: শনিবার ১৩,সেপ্টেম্বর :: রাশিয়া কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে। শনিবার স্থানীয় সময় ভোরে প্রবল কম্পনে কেঁপে ওঠে দেশের পূর্বাঞ্চলে কামচাটকা উপদ্বীপে । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ধরা পড়েছে ৭.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকায়, যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপকূলজুড়ে।
ভূমিকম্পের পরপরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। জরুরি পরিষেবাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি, তবে কেঁপে ওঠা অঞ্চলের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের পর আরও আফটারশক আঘাত হানতে পারে।
সরকারি সূত্র জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার দল ও সেনা প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় মানুষজনকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।