নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ব্যুরো :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: ভারতের জ্বালানি খাতে বড় সুখবর নিয়ে এসেছে রাশিয়া। মস্কো সফররত ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, ভারত রাশিয়া থেকে আমদানিকৃত অপরিশোধিত তেলে বিশেষ ছাড় পাবে।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ভারত ৫ শতাংশ কম দামে তেল আমদানি করতে পারবে। প্রেসিডেন্ট পুতিন বলেন, “ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। আমরা চাই তাদের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হোক। তাই বিশেষ সহযোগিতার অংশ হিসেবে তেলের দামে ছাড় দেওয়া হচ্ছে।”
ভারত সরকার মনে করছে, এই সিদ্ধান্তে দেশের জ্বালানি খাতের ওপর চাপ কিছুটা কমবে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির মধ্যে রাশিয়ার এ সহায়তা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সরকারি সূত্র জানিয়েছে, ছাড় কৃত দামে তেল আমদানির প্রক্রিয়া দ্রুত শুরু করতে উভয় দেশের মধ্যে প্রযুক্তিগত ও বাণিজ্যিক আলোচনাও চলছে। অর্থনীতিবিদরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু জ্বালানি নয়, ভারত -রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে।
—