রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতকে আরও চড়া শুল্ক দিতে হবে — ট্রাম্পের হুঁশিয়ারি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ২০,অক্টোবর :: মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখলে ভারতকে “বেশি দামে” পণ্য আমদানির শুল্ক দিতে হবে — এমনই হুমকি দিয়েছেন ট্রাম্প এক টেলিভিশন সাক্ষাৎকারে।

ট্রাম্পের কথায়, “আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু যদি তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তবে আমেরিকা তার নিজের স্বার্থে ব্যবস্থা নেবে। আমরা ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ট্যারিফ বসাব।”

উল্লেখযোগ্যভাবে, ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা জারি থাকলেও ভারত তার নিজস্ব জ্বালানি নিরাপত্তার জন্য রাশিয়া থেকে সস্তা দামে তেল কেনা অব্যাহত রেখেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বারবার এ নিয়ে আপত্তি তুললেও ভারত বরাবরই বলেছে— দেশের অর্থনৈতিক স্বার্থ ও জ্বালানি চাহিদার প্রশ্নে সিদ্ধান্ত নেয় “জাতীয় স্বার্থকে প্রাধান্য” দিয়ে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য যদি বাস্তব পদক্ষেপে রূপ নেয়, তবে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের উপর তা বড় প্রভাব ফেলতে পারে। কারণ, বর্তমানে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৯০ বিলিয়ন মার্কিন ডলার।

তবে নয়াদিল্লির তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =