রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শোলা শিল্পী ধর্ষণের অভিযোগে গ্রেফতার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শোলা শিল্পী ধর্ষণের অভিযোগে গ্রেফতার। দীর্ঘ তিন বছর ধরে লাগাতার ধর্ষণ। গতকাল অভিযোগ দায়ের পর গ্রেফতার আজ তাকে তোলা হলো কাটোয়া মহকুমা আদালতে।

বনকাপাসি গ্রামের বিখ্যাত শোলা শিল্পী, ১৯৯০ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান আসিস মালাকার। শিল্পগুরু পুরস্কারের জন্য মনোনয়ন দাখিল হয়ে রয়েছেন আশীষ মালাকার। গতকাল রবিবার বনকাপাশি গ্রামের এক গৃহবধূ মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন, দীর্ঘ তিন বছর ধরে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে লাগাতার ধর্ষণ করেন আসিস মালাকার।

তিনি এই অভিযোগ করেন এই ঘটনার কথা তিনি যদি কাউকে বলেন তাহলে প্রাণে মেরে দেবার হুমকি দেন।
২০১৯ সালের আশীষ মালাকার একটি সরকারি শিক্ষ্যা কেন্দ্র যেখানে শোলার কাজ সেখানো হতো। সেই সোলার কাজ শিখতে গিয়েই ঘনিষ্ট হয় আশিস মালাকার ও ওই মহিলা।

এরপর গতকাল সকালে ওই গৃহবধূ তার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বললে মঙ্গলকোট থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করে ওই গৃহবধূ। এরপর রবিবার রাতে আসিস মালাকার কে বনকাপাসীর গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে মঙ্গলকোট থানার পুলিশ। সোমবার তাকে নিয়ে আসা হলো কাটোয়া মহকুমা আদালতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =