রাসেলের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক পরাজয় ক্যারিবিয়ানদের

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ২৩,জুলাই :: এন্ড্রু রাসেলের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক পরাজয় ওয়েস্ট ইন্ডিজের। একসময় যারা বিশ্ব ক্রিকেটকে শাসন করত, তাদেরই ক্রিকেটের বেহাল দশা। সাম্প্রতিককালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ধূলিসাৎ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি সিরিজেও বেহাল দশা ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সহজেই ক্যারিবিয়ানদের পরাজিত করল অজিরা। ১৭৩ রানের লক্ষ্যমাত্রা ক্যাঙ্গারু ব্রিগেড মাত্র ১৫.২ ওভারের তুলে নেয়। বিধ্বংসী মেজাজে ছিলেন উইকেট রক্ষক জশ ইংলিস আক্রমনাত্মক মেজাজ মাত্র ৩৩ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

তাঁকে যোগ্য সঙ্গ দেন ক্যামেরন গ্রিন ৩২ বলে ৫৬। অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটারের কাছে কার্যত আত্মসমর্পণ করে ক্যারিবিয়ান বোলাররা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্র্যান্ডেন কিং ৩৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন। পাশাপাশি বিদায়ী ম্যাচে জ্বলে ওঠেন রাসেল ১৫ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে রাসেলের বিদায়ী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সুখকর হলো না।

খেলা শুরু হওয়ার পূর্বে উভয় দলের ক্রিকেটাররা ক্যারিবিয়ান কিংস্টার রাসেলকে অভিবাদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + twenty =