রাস্তায় জাল -হাঁড়ি-ডোঙা-বৈঠা নিয়ে মৌন মিছিল ও অবস্থান বিক্ষোভ মৎস্যজীবীদের

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: শুক্রবার ১৯,ডিসেম্বর :: দিনের পর দিন মৎস্যজীবীদের উপরে বনদপ্তরের অত্যাচার বেড়ে চলেছে।

এই অভিযোগ তুলে তার প্রতিবাদে কুলতলী ব্লকের পূর্ব গুড়গুড়িয়ায় রাস্তায় তালের ডোঙা , কাঁকড়া ধরার হাঁড়ি , জাল , বৈঠা নিয়ে মৌন মিছিল ও অবস্থান বিক্ষোভ করতে দেখা গেল দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামকে।বিশেষ করে মৎস্যজীবি সমিতির মহিলারা সামিল হন এই মিছিলে । পুরুষানুক্রমে জীবন জীবিকার তাগিদে সুন্দরবনের মৎস্যজীবীরা জঙ্গলে মাছ , কাঁকড়া ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছে।

এই মুহূর্তে তাদের উপরে নেমে এসেছে বনদপ্তরের অত্যাচার। আর তারই প্রতিবাদে শতাধিক তালের ডোঙ্গা নিয়ে কুলতলী বিট অফিসে অবরোধ করেছিল মৎস্যজীবীরা ।

তারপরে প্রতিদিন ধর্না ও অবস্থান করছেন তারা। কুলতলী বিট অফিস সংলগ্ন ভুবনেশ্বরীতে সেখানে তাদের ধর্না মঞ্চ ভেঙ্গে দেওয়া হয় এমনই জানান মিলন দাস ও লীনা খাঁড়ারা। তারই প্রতিবাদ স্বরূপ এই তাদের মৌন ধরনা।

২১ নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস । পুরুষানুক্রমে পেশা পরিবারের মুখে অন্ন তুলে দিতে নুন আনতে পান্তা ফুরানো পরিবারের বাঁচার তাগিদে মাকড়ী নদী ও তার সংলগ্ন চিতুড়ী জঙ্গলে তাদের জলযান আটক এবং তাদের উপরে টাকার বোঝা চাপিয়ে দেয় বনদপ্তর।

নির্মম অত্যাচার চালায় এমনকি তাদের দিয়ে ম্যানগ্রোভ চারা রোপন করা ও জঙ্গলের পরিবেশ সৌন্দর্যায়ন করতে এই সমস্ত মৎস্যজীবীদের খাটিয়ে ন্যায্য মজুরি ও দেওয়া হয়নি।

তারই প্রতিবাদ স্বরূপ চিতুড়ি জঙ্গলে নৌকা ও তালের ডোঙ্গা নিয়ে দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে শতাধিক মৎস্যজীবী তাদের জলযান নিয়ে বিক্ষোভ দেখায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =