রাস্তায় পড়ে আছে নির্মাণ সামগ্রী! কড়া পদক্ষেপ নিতে চলেছে কোচবিহার পৌরসভা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৭,মে :: কোচবিহার পৌর এলাকার রাস্তাঘাট গুলো এখন যেন হয়ে উঠেছে, দুর্ঘটনার আঁতুড় ঘর। কারণ একটাই, নির্মাণ সামগ্রী। কোচবিহার পৌর এলাকার যে সমস্ত নবনির্মিত ভবন, বাড়ি, দোকানপাট হচ্ছে তার বেশিরভাগ নির্মাণ সামগ্রী যেমন বালি – পাথর থেকে শুরু করে ইট বজরী সবই রাখা হচ্ছে রাস্তায়।

মাস আটেক আগে কোচবিহার পৌরসভা থেকে সতর্কতা দেওয়া হয়েছিল কিন্তু তাতে বিশেষ কোনো কাজ হয়নি বলেই পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে। বিশেষ করে রাতের অন্ধকারে রাস্তায় পড়ে থাকা বজরি দুর্ঘটনার অন্যতম উপকরণ হয়ে উঠছে। কোচবিহার পৌর এলাকার প্রায় প্রতিটি ওয়ার্ডেই এই ছবি দেখা যাচ্ছে।

রাস্তার পাশে বোঝাই করে রাখা পাথর বেশির ভাগ সময় চলে আসছে রাস্তার অর্ধেক পর্যন্ত। তার সঙ্গে রয়েছে বালি। বাইক আরোহী থেকে সাইকেল আরোহী, সকলের ক্ষেত্রেই ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। এছাড়াও দীর্ঘদিন থেকে পড়ে থাকা এই নির্মাণ সামগ্রী গুলি নিয়ে সংশ্লিষ্ট বাড়ির মালিক বা ঠিকাদারদের বিশেষ কোনো মাথাব্যথা নেই।

কোচবিহারের পৌরসভার রাস্তাঘাট যেন হয়ে উঠেছে বিনা পয়সায় ইট বালি রাখার জায়গা। তাই শেষমেষ তিনদিনের নোটিশ দিয়ে এবার মোক্ষম পদক্ষেপ নিতে চলেছে কোচবিহার পৌরসভা। মঙ্গলবার দিন থেকে কোচবিহার পৌর এলাকায় প্রতিটি ওয়ার্ডে মাইকিং শুরু করতে চলেছে পৌরসভা। সময় তিন দিন।

কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তিন দিনের মধ্যে সমগ্র নির্মাণ সামগ্রী যার যার বাড়ির সীমানার ভেতরে না নিয়ে গেলে প্রয়োজনে আইন মোতাবেক ব্যবস্থা নেবে পৌরসভা। সে ক্ষেত্রে বাজেয়াপ্ত হয়ে যেতে পারে নির্মাণ সামগ্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 13 =