রাস্তায় পড়ে থাকা একাধিক এনুমারেশন ফর্ম ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৯,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার কালনার রাস্তায় পড়ে থাকা একাধিক এনুমারেশন ফর্ম ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার কালনা হাট কালনা পঞ্চায়েতের উত্তর গোয়ারা এলাকার মণ্ডলপাড়া লাগোয়া STKK রাজ্য সড়কে।

স্থানীয় সূত্রে খবর, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু কাগজ প্রথমে নজরে আসে এলাকার বাসিন্দাদের। সেই সময় বিজেপির এক BLA। কাশীনাথ মণ্ডলকে ওই কাগজগুলি তুলতে দেখা যায়।

স্থানীয়রা কৌতূহলী হয়ে কাশীনাথবাবুকে প্রশ্ন করলে জানা যায়, কাগজগুলি আসলে দক্ষিণ দিনাজপুর জেলার জগন্নাথবাটি এলাকার এনুমারেশন ফর্ম।

এরপর এলাকাবাসী বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফর্মগুলি উদ্ধার করে, এবং কাশীনাথ মণ্ডলকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।

মোট ২০টি এনুমারেশন ফর্ম উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

তৃণমূলের জেলা INTTUC সভাপতি সন্দীপ বসু বলেন, বিজেপির একজন রাজনৈতিক কর্মীর কাছে প্রশাসনিক সংক্রান্ত ফর্ম কীভাবে এল, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের কোনো কর্মীর কাছে তো এই ফর্ম থাকে না। বিজেপি ও নির্বাচন কমিশন একে অপরের পরিপূরক— তবে বাংলার মানুষ তাদের এই চক্রান্ত রুখে দেবে।

অন্যদিকে বিজেপির চার নম্বর মণ্ডলের সভাপতি গৌর মণ্ডল পাল্টা দাবি করেন।রাস্তায় পড়ে থাকা ফর্মগুলি আমাদের কর্মী তুলে বিডিও অফিসে জমা দিতে যাচ্ছিল। কিন্তু তৃণমূলের লোকজন রাজনৈতিক উদ্দেশ্যে তাকে পুলিশে দেয়।

পুলিশ তৃণমূলের চাপে পড়ে আমাদের কর্মীকে আটক করেছে— আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

এ প্রসঙ্গে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন মৌখিক জানান ,প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তর দিনাজপুর প্রশাসনের পক্ষ থেকে কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার পথে কিছু এনুমারেশন ফর্ম দুর্ঘটনাবশত রাস্তায় পড়ে গিয়েছিল।

পুলিশ ঘটনার তদন্ত করছে। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে, কিভাবে রাস্তার ধারে ফর্ম এলো সেগুলো তদন্ত করে দেখার হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =