নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারকেশ্বর :: বুধবার ১২,মার্চ :: রাস্তায় মরণফাঁদ, যেকোনো সময় ঘটে যেতে পারে অঘটন। এই দৃশ্য তারকেশ্বর বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয় ও তারকেশ্বর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজার রোডে।
স্থানীয় ব্যবসায়ী এবং ছাত্র-ছাত্রীদের স্কুলে দিতে আসা অভিভাবকদের দাবি বেশ কিছু দিন ধরেই রাস্তায় নবনির্মিত ড্রেনের স্লাব ভেঙে মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে। রাস্তার দুপাশে দুটো স্কুল। ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়ার পথে যে কোন সময় ঘটে যেতে পারে অঘটন ।
তারা চায় প্রশসন যত তাড়াতাড়ি তা মেরামতির ব্যবস্থা করে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় ব্যবসায়ীরা গর্তের মুখে ইট এবং বাঁশ দিয়ে তা ঢাকা দিয়ে রেখেছে।