রাস্তায় রাস্তায় ঘুরে লটারিরর টিকিট বিক্রির ফাঁকে বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন ময়নাগুড়ির কৃষ্ণচন্দ্র সেন।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: সোমবার ২৫,সেপ্টেম্বর :: রাস্তায় রাস্তায় ঘুরে লটারিরর টিকিট বিক্রির ফাঁকে বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন ময়নাগুড়ির কৃষ্ণচন্দ্র সেন। সংস্কৃতি ও শিল্পকলার প্রতি নিজের ভালোবাসাকে তিনি মিশিয়েছেন ভাগ্য পরীক্ষা লটারি বিক্রির মধ্যে।

গম্ভীরা, পালাটিয়া, লেটো, আলকাপের মতো বৃহত্তর মঞ্চ না থাকলেও তিনি তাঁর জীবনযুদ্ধে বেঁধে রেখেছেন লোকনাটকের সুর। কৃষ্ণচন্দ্র সেনের বাড়ি ময়নাগুড়ির আমগুড়ি অঞ্চলে। বয়স ৬৫। তিনি আংশিক প্রতিবন্ধী। তবুও তাঁর বাঁচার লড়াই ছিল এবং আছে।

একটি ভ্যানরিক্সা নিয়ে লটারি বিক্রি করেন। সাধারণ মানুষকে উপহার দেন তাঁর লোকনাট্য। মানুষ আকৃষ্ট হয়ে লটারি কাটেন। লোকনাট্যের সংজ্ঞা হল লোকজীবনের কাহিনীর উপর ভিত্তি করে মুখে মুখে রচিত এবং অভিনীত নাটক।

ময়নাগুড়ির কৃষ্ণচন্দ্র সেন কবিতার ছন্দে লটারি টিকিট বিক্রির পাশাপাশি পারিবারিক জীবনের কথকতা তুলে আনেন, যা অনেক সময় তাৎক্ষণিক ভাবনার ফসল। তাঁর পালায় স্বামীর কাছে স্ত্রীর লটারির আবদার ফুটে ওঠে সরসভাবে। লোকনাট্যের সব উপাদান পথচলতি মানুষের জন্য তাঁর পালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + ten =