নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নারায়ণগড় :: শুক্রবার ২৭,সেপ্টেম্বর :: গ্রামের রাস্তা বেহাল। বৃষ্টিতে তা একেবারেই চলাচলের অযোগ্য। রাস্তার ওপর জমে আছে জল। রাস্তার ওপর ধান গাছ পুঁতে ক্ষোভ প্রকাশ করলেন নারায়ণগড় ব্লকের তুতরাঙ্গা পঞ্চায়েতের দেশচক তথা সালিমচক গ্রামের মানুষ।
অভিযোগ, দীর্ঘদিন গ্রামের মোরাম রাস্তা বেহাল। মোরামের ছিঁটেফোটাঁ নেই। একেবারেই কর্দমাক্ত। সেই রাস্তার ওপর দাঁড়িয়ে গ্রামের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলে ধানের চারাগাছ পুঁতলেন। প্রশাসনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন গ্রামের রাস্তাটি বেহাল হলেও প্রশাসন কোনও পদক্ষেপ করেনি।
একাধিকবার সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে। এলাকার মানুষ জানান, গ্রীষ্মকালেও রাস্তার ওপর জল থাকে। নিকাশি ব্যবস্থাও নেই। ফলে বর্ষাতে আরও ভয়াবহ পরিস্থিতি। গ্রাম থেকে বেরোনো কিংবা রোগী নিয়ে বেরোতে অসুবিধায় পড়তে হয় তাদের। দ্রুত রাস্তা মেরামতের দাবি তুলেছেন তারা। যদিও এদিন বিজেপি পরিচালিত তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দ্রুত রাস্তা মেরামতের জন্য পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।