নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর :: বৃহস্পতিবার ৪,জুলাই :: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দখলমুক্ত করে অস্থায়ী নির্মাণ সারানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পর রাজনগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রাস্তার দুই ধারে অবৈধ নির্মাণ এবং অস্থায়ী যেসব দোকানপাট রয়েছে, সেগুলি দোকান মালিকরা সেখান থেকে যাতে সরিয়ে নেন, সেই নির্দেশ দিতেই রাজনগরে প্রশাসনিক অভিযান চালানো হলো। রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত ও এএসআই ছবিলা খাতুন এই অভিযান চালান।
রাজনগরে রাস্তার দুপাশের সমস্ত দোকান মালিকদের এদিন সতর্ক করে বলা হয় বৃহস্পতিবারের মধ্যেই এগুলি না সরানো হলে, প্রশাসনের পক্ষ থেকে এগুলো ভেঙে ফেলা হবে।