নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: সোমবার ২২,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনার সীমান্ত থেকে সুন্দরবন হিঙ্গলগঞ্জের যেন শীতের প্রকোপ অনেক বেশি বলে মনে হচ্ছে। এই শীতের সময় আগেরকার দিনে দেখা যেত আগুন পোহাতে।
বর্তমানে এই কনকনে শীতে দেখা যাচ্ছে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে হচ্ছে। অন্যদিকে হিঙ্গলগঞ্জের মনোরঞ্জন মন্ডল বলেন চা খাব না! যা শীত পড়েছে তাতে একটু চা না হলে আর চলে?এই
শীতের ফলে বাড়িতে বয়স্ক বৃদ্ধারা যারা আছে তাদের তো অসুবিধার শেষ নেই। বয়স্কা বৃদ্ধা সীতারানী মন্ডল জানান তার সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে তিনি বলেন এই ঠান্ডায় মানুষ অনেকে মারাও যাচ্ছে।এই শীতের জন্য পশু পাখিরা তারা ও তাদের নিরাপদ আশ্রয় স্থান খুঁজে বেড়াচ্ছে l

