সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: উস্তি :: সোমবার ১১,আগস্ট :: রাস্তার পাশে একটি জঙ্গলে পড়ে থাকা মানুষের কাটা পা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই ঘটনার পর থেকে গা শিউরে উঠেছে এলাকাবাসীদের। কৌতুহলে সকাল থেকে ওই রাস্তার পাশে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার উস্তি থানার অন্তর্গত সরাচী এলাকায়। স্থানীয় বাসিন্দারা এই কাটা পা দেখার পর খবর দেয় উস্তি থানাতে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানবদেহের অংশটি উদ্ধার করে। মানবদেহের অংশটি উদ্ধার করে ময়না তদন্ত করানোর জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠায় ।
সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে বলেন, সোমবার সকালে উস্তি থানার অন্তর্গত সরাচী এলাকায় রাস্তার পাশে একটি জঙ্গলে মানব দেহের কাটা অংশ (কাটা পা) উদ্ধার হয়।
ওই পায়ের সঙ্গে একটি স্টিকার উদ্ধার হয়। সম্পূর্ণ বিষয় আমরা তদন্ত করে জানতে পারি মগরাহাট থানার অন্তর্গত ধামুয়া এলাকায় একটি মেডিকেল ওয়েস্ট ইউনিট রয়েছে ।
সেই ইউনিটে নিয়ে যাওয়ার সময় কোনো কারণবশত এই মানব দেহের অংশ রাস্তার পাশে পড়ে গিয়েছে। সমস্ত বিষয় তদন্ত শুরু করেছি। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে জানতে পারা যায় যে এই মানব দেহের অংশটি কোন অস্ত্র প্রচারের পর কোন ব্যক্তির শরীর থেকে বাদ দেয়া হয়েছে।