সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: রাস্তার পাশে থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছাড়াল গোটা এলাকায় । ঘটনাটি ঘটেছে বকুলতলা থানার বুড়ির মোড় এলাকায়। মৃতর নাম গৌরাঙ্গ বৈদ্য(৩৪)। রাস্তার উপর থেকে একটি বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ ।
স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে দেহ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। পুলিস ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে । পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, দুর্ঘটনা জনিত কারণে এই মৃত্যু। যদিও পরিবারের লোকজন থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, ওই যুবক কুলতলির ৪ নম্বর মধুসূদনপুর এলাকার বাসিন্দা।
যুবকের কাকা দিবাকর বৈদ্য বলেন, আমার ভাইপো গতকাল আর এক ভাইপো সমীর সরদারের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল। এদিন সকালে রাস্তার পাশে ভাইপোর দেহ পড়ে থাকার খবর পাই। আমাদের ধারণা কেউ বা কারা আমার ভাইপোকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে।