নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: বুধবার ৩,সেপ্টেম্বর :: হুগলীর চন্দননগর কর্পোরেশন এলাকার বিভিন্ন রাস্তায় চলছে নিকাশী নালা, গ্যাস ও জলের পাইপ লাইন পাতার কাজ। এই কারণে রাস্তার পাশে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বর্ধিত অংশ সরিয়ে ফেলার জন্য উদ্যোগী হয়েছে কর্পোরেশন।
কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আবেদন জানানো হচ্ছে যাতে তারা স্বেচ্ছায় নিজেদের দোকানের বাড়তি অংশ অপসারণ করেন।
প্রাথমিক ভাবে রানীঘাট উর্দি বাজার এবং লক্ষ্মীগঞ্জ বাজার এলাকার ব্যবসায়ীদের জানানো হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে রাস্তার পাশে থাকা অতিরিক্ত অংশ সরিয়ে নিতে হবে। কর্পোরেশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা না হলে কর্পোরেশন নিজেই হস্তক্ষেপ করবে।
এ বিষয়ে চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে ও সাধারণ মানুষের সুবিধার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানান।