নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উস্তি :: বুধবার ২৯,অক্টোবর :: হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলো এলাকাবাসী । রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে উদ্ধার এক রূপান্তরকামীর দেহ। ঘটনাটি ঘটেছে বুধবার দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকার তুল্লনে।
পুলিশ জানিয়েছে মৃতের নাম সোনালী। তিনি মন্দিরবাজার থানা এলাকায় থাকতেন।স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিনও স্থানীয়রাই সোনালীর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে ।`
রাতের অন্ধকারেই সোনালীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে সোনালীকে খুন করা হলো তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ব্যক্তিগত শত্রুতা, না কি অন্য কোনও কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।
উস্তি থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।’ এই ঘটনায় ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সোনালীর পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে ।

