নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভগবানগোলা :: বৃহস্পতিবার ১০,জুলাই :: ভগবানগোলা ব্লকের অন্তর্গত মহিশাস্থলি অঞ্চলের সুবর্ণ মৃগী এলাকায় রাস্তা খারাপের কারণে কংগ্রেসের প্রতিবাদ মিছিলভগবানগোলা অন ব্লকের কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কয়েকশো দলীয় কর্মী ও গ্রামবাসী রাস্তার দুরবস্থা ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন। কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক জানান, “রাস্তার এই করুণ অবস্থায় সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে।
বৃষ্টি হলে হাঁটাচলা তো দূরের কথা, অ্যাম্বুলেন্স ঢোকাও অসম্ভব হয়ে পড়ে।” বিক্ষোভকারীরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলেন এবং দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।