রাস্তার রং নীল ! পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক অফিস চত্বরে এসে কার্যত চমকে উঠলেন এলাকার মানুষজন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাতার :: রবিবার ৪,এপ্রিল :: রাস্তার রং নীল ! পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক অফিস চত্বরে এসে কার্যত চমকে উঠলেন এলাকার মানুষজন, এতদিন পর্যন্ত কালো পিচের রাস্তা বা মাটির, মোরামের রাস্তা দেখে অভ্যস্ত এলাকার মানুষজন।কিন্তু ভাতার ব্লক অফিস চত্বরে যে রাস্তা রয়েছে সেই রাস্তা তৈরি করা হয়েছে নীল রংয়ের।

স্বাভাবিকভাবে বহু মানুষজন আসছেন সেই নীল রাস্তা দেখার জন্য। প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে এই রাস্তা বলে জানাচ্ছেন ঠিকাদার সংস্থা। এই রাস্তা কত দিন টেকসই হবে সেই সব বিষয়ে নজরদারি রাখা হয়েছে।

তবে এই রাস্তায় ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ যথেষ্ট। গ্রামের রাস্তাগুলো নীল রঙের হলে আরো সৌন্দর্য বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

এর আগেও পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি জায়গায় নীল রঙের রাস্তা তৈরি করা হয়েছিল এবার সেই নীল রঙের রাস্তা দেখা গেল ভাতার ব্লক অফিস চত্বরে।

যদি এই রাস্তা যথেষ্ট টেকসই হয় তাহলে অন্যান্য এলাকাতেও তৈরি করা হবে বলে জানা গেছে। এই রাস্তা নির্মাণে খরচ যেমন কম সেরকম জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে। পরীক্ষামূলক ভাবে নির্মাণ করা হয়েছে এই রাস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =