নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: শনিবার ৩০,মার্চ :: রাস্তা ঘাটের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ ভোট বয়কটের ডাক ভরতপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের লোকসভা সভা কেন্দ্রে ভরতপুর ওয়ান ব্লকের আমলাই গ্রামে, সেখানে গ্রামবাসীদের দাবি গ্রামে রাস্তা – ঘাটের কোন রকমের উন্নয়ন নেই, মাস যায় বছর ঘোরে।
ভোট আসে ভোট যায় , জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, তারপরেও কোনো রকমের উন্নয়ন হয়নি রাস্তা ঘাটের একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, তাই আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি, আগে রাস্তা পরে ভোট। ভরতপুরের জোরগাছি গ্রামের বাসিন্দারা রাস্তা ঘাটের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে সেই সঙ্গে ভোট বয়কটের ডাক দেন।