রাস্তা তৈরীর দিন দশেক বাদে উঠে যাচ্ছে পিচ ,নিম্নমানের রাস্তার তৈরির অভিযোগে জেলাশাসককে চিঠি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গাইঘাটা :: মঙ্গলবার ১৩,আগস্ট :: দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা বেহাল | স্থানীয় মানুষের দাবি মেনে দিন কয়েক আগে রাস্তা নির্মাণ শেষ হলেও তা অতি নিম্নমানের অভিযোগ নিয়ে জেলা শাসকের কাছে সোমবার চিঠি দিলো স্থানীয় এক যুবক |

গাইঘাটা শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলপুর এলাকার ঘটনা | অভিযোগ রাস্তাটি দিন কয়েক আগেই তৈরি হয়েছে | এর মধ্যেই রাস্তা ভেঙ্গে যাচ্ছে | উঠে যাচ্ছে পিচ | স্থানীয়রা জানিয়েছেন ,কয়েক বছর ধরে শিমুলপুর মোড় থেকে কালিবাড়ি পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা খারাপ ছিল |

বারবার আবেদন করার পর পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তাটি করা হয়েছে | রাস্তাটি তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ | প্রায় ৬৭ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ২৩০০ মিটার রাস্তার কাজ মার্চ মাসে শুরু হয় | দিন ১০ আগে রাস্তাটি নির্মাণের কাজ শেষ হয়েছে |

অভিযোগকারী যুবক প্রসেনজিৎ দেব বলেন ‘ অতি নিম্নমানের রাস্তা বর্ষায় এলে আর রাস্তা বলে কিছু থাকবে না | তাই বিষয়টি জানতে চেয়ে আমি জেলাশাসক মহকুমা শাসক এবং ব্লক আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে চিঠি করেছি |লিখিতভাবে জানতে চেয়েছি |

একই রাস্তার দু মাথায় দুটি ফলক লাগানো হয়েছে ‘একটি ফলকে লেখা রয়েছে প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হল আরেকটি ফলকে লেখা রয়েছে প্রায় ৬৬ লক্ষ টাকা ব্যয় নির্মিত হলো | ফোনটা ঠিক সেটাই আমরা বুঝতে পারছি না |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =