রাস্তা দখল করে ব্যবসা, দখল মুক্ত করার নির্দেশ দিলেন মেয়র

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৩,নভেম্বর :: ফুটপাত দখল থেকে মুক্ত করতে একাধিকবার অভিযান চালিয়েছে শিলিগুড়ি পুরো নিগম। যানজট সমস্যা থেকে শহরকে মুক্ত করতেই এমন অভিযান বারংবার।তারপরেও দেখা গেছে ফুটপাত দখলদারি করে ব্যবসা চালাচ্ছে কিছু ব্যবসায়ী।

ফুটপাত দখল করে কোনভাবেই ব্যবসা করা যাবে না এমনটা জানিয়ে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।যখন তিনি পুরসভায় আসেন তখন তিনি দেখতে পান শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়, শিলিগুড়ি কলেজ,ও পুরসভায় আসবার গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে ব্যবসা চালাচ্ছে কিছু ফুটপাত ব্যবসায়ী ও কিছু দোকানদার।

এখানে থাকা একটি খাওয়ার দোকান পসরা সাজিয়ে রাস্তা দখল নিয়েছে।শুধু তাই নয় গজিয়ে ওঠা গ্যারেজ ও নতুন করে ফুটপাত দখল রীতিমতো মেয়রকে হতচকিত করে তোলে । বিষয়টি তার নজরে আসতে তিনি দ্রুত পুর আধিকারিকদের নিয়ে সেই জায়গায় গিয়ে সমস্ত দিক খতিয়ে রেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মেয়র জানান যেভাবে রাস্তা দখল করে ব্যবসায়ীরা ব্যবসা চালাচ্ছে তাতে স্কুল ছাত্র,কলেজ ছাত্র থেকে সকলেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তিনি জানান,প্রথমে নোটিশ করে তাদের সাবধান করা হবে,পরবর্তী পুর নির্দেশ না মানলে উঠিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =