নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রাস্তা বেহাল বরসার মরশুমে আরোও বিপদজনক হয়েছে পরিস্থিতি ।একাধিক সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আবেদন করেও কনোরকম সমস্যার সমাধান হয়নি ।অবশেষে বেহাল রাস্তার উপরে ধানের চারা পুতে প্রতিবাদে সামিল হলেন এলাকার বাসিন্দারা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লকের দূর্গাপুর গ্ৰাম পঞ্চায়েতের বিরশিমুল খাস পারা এলাকায় ।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।স্থানীয় মানুষজন মহিলারা তারা সমবেত হয়েছেন।চলাচলের রাস্তার উপর পুতলেন ধানের চারা।অবিলম্বে রাস্তা সংস্কার না হলে আরও বিহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা।
বেহাল রাস্তা স্কুল পড়ুয়ারা যেতে যেরকম সমস্যায় পড়ছেন তার পাশাপাশি সাধারন মানুষের যাতায়াত করা অতন্ত দুর্বিসহ হয়ে পড়েছে ।পাশাপাশি কারও শরীর খারাপ হলে যেকনো এম্বুলেন্স বা অনান্য গাড়ির প্রবেশের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে।
গাড়ি চালকরা আসতে চাইছেনা গ্ৰামে এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা।সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সুরাহা না হওয়ায় এবার মহিলা পুরুষ নির্বিশেষে প্রতিবাদে নামলেন এলাকার বাসিন্দারা।