নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১২,এপ্রিল :: রাস্তা মেরামতির কাজ করতে এসে কালভার্ট ধসে ড্রেনে ঢুকে গেলো আস্ত একটা রোলার। ঘটনাটি ঘটে বর্ধমান শহরের ৩নম্বর ওয়ার্ডে রসিকপুর এলাকার। এই ঘটনা কে ঘিরে চাঞ্চল্যের ছড়ালো বর্ধমান শহরে। স্থানীয়দের অভিযোগ পৌরসভার গাফিলতির জেরেই এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার ওই কালভার্টটি বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। যে কোন সময় দূর্ঘটনা হতে পারে এই আশঙ্কা করে একাধিকবার বর্ধমান পৌরসভায় অভিযোগ জানানো হলেও সঠিক সময় ব্যবস্থা নেয়নি পৌরসভা।
ফলে ওই দূর্বল কালভার্টটির উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে দূর্ঘটনার মুখে পড়েছে স্থানীয়রা।এলাকার তৃণমূল নেতা আবদুল রব দাবি করেন, গত তিন বছর আগে এই দূর্বল কালভার্টের মেরামতির প্রতিশ্রুতি দেয় পৌরসভা। তারপরও বছরের পর বছর ঘুরে গেলেও কাজ হয়নি।
যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন জনপ্রতিনিধিদের জনসেবামূলক কাজ গুলি আগে প্রাধান্য দিতে হবে। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরবোর্ড নাকে সরষের তেল ঢেলে ঘুমিয়ে আছে।
আব্দুল রবের আরো অভিযোগ, বর্ধমান শহরের এক প্রভাবশালী নেতা ওই কালভার্টেটি তৈরীর করে দেবার প্রতিশ্রুতি দিয়ে কালভার্টের গার্ডওয়াল গুলি লোকজন দিয়ে ভেঙে দেন। পরে তিনি কালভার্টটি তৈরীর আর উদ্যোগ নেননি। ফলে কালভার্টটি আরো দূর্বল হয়ে পড়ে। তার জেরেই এই দূর্ঘটনাটি ঘটে।